আমার আমি প্রত্যাখ্যাত হবে?
আমার আমি প্রত্যাখ্যাত হবে?
না, সেটা হবার নয়।
বরং, আমি দিতে পারি তোমায়,
একটি চূড়ান্ত প্রশ্রয়-
শান্ত বা বিক্ষুব্ধতায়।
তুমি বিলীন হতে পার নিশ্চিন্তে,
গতির দুরন্তে শৈল্পিক বাসনায়।

তাজপুরের নোনাজলের তটে দাঁড়িয়ে আকাশে মুখ তুলে নি:শব্দের কথামালার উচ্চারণ হৃদমন্দির থেকে। তিনি প্রচণ্ডরকমের গতিতে চলতে ভালোবাসেন। অপকটে কথা শেষ করেই প্রয়োজন মেটান। ভালোবাসেন পরিবেশ, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে সময় কাটাতে। মনের ইচ্ছেয় লেখেন, ফের কোথাও পা বাড়ায় বোহেমিয়ান মন।