আষাঢ় আমার প্রেম-
এই আষাঢ়কে নিয়ে তোমার খুব হিংসে সমুদ্র-
বার বার বলো আমাকে নিয়ে যখন কিছু লেখ তখন
আমার প্রবল গর্জন, ঢেউ এর পরে ঢেউ,
রাশি রাশি ফেনা
তারপর সেই বালুকা রাশি….
এছাড়া আর কিছুই কি দেখতে পাওনা
আমার ভিতর!
আমি কেমন করে তাকে বলি
সমুদ্র-
তুমি আমার বৃহৎ চেতনা-
যখন তোমাকে আমি দেখি একটা ছোট ঢেউএ
তারপরেই হাজার হাজার মাইলের মাঝে ছড়ানো ছিটানো
তোমার ছোট বড় মাঝারি অথবা পর্বত প্রমাণ ঢেউছাড়া দিগন্তে আর কিছুই যে দেখা যায় না
তাই কেমন করে আষাঢ়ের সাথে আমার সে ভালবাসার কথা তোমায় বলি সমুদ্র!
তোমার ভালবাসার বিশালতায় মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠি
আর তখন
আষাঢ়ের ঝিরিঝিরি বৃষ্টির রিনরিনে শব্দ যেন ঢেউ তোলে আমার বিদ্যুৎলতা শরীরে,
বৃষ্টির সেই নিগূঢ় আলিঙ্গন যেন বিবশ করে তোলে আমার দেহবল্লভীর প্রতিটি কোষকে,
তার সাথে মিশে থাকে প্রখর দাবদাহের পরে মাটির উপর
মিঠে বৃষ্টির
মাটির সে যৌবনের ঘ্রান
সাথে ভেসে আসে সদ্য ফোটা কদমের
পাঁপড়ি র সুবাস
আর শুধু কদমই বা বলি কেন- জুঁই চামেলি বেলি সকলে যেন বাসর সাজিয়েছে মাটিকে ঘিরে
আর সেই বাসরে আমিও যেন এক আরক্ত ব্রীড়ানম্র লজ্জাবতী এক কনের মতো পলেপলে উপভোগ করি সেই সব উপাচারকে,
তাই সমুদ্র এখন তুমি আমাকে ছুটি দাও আমি উর্বশীর মতো ধ্যানমগ্ন দূর্বাশার বাধভাঙা আনন্দের সাথে ভেসে চলেছি আমার প্রিয় আষাঢ়ের সাথে।
ঐ দূরে সাদা কালো মেঘের ভেলায় এখন আমি অভিসারে ভেসে চলেছি
কখোনো রিনিঝিনি কখোনো বা ঘনঘোর ঘটা বিদ্যুতের ছটায়।
এসো আষাঢ় তোমার সোনালী সুঘ্রানে আমায়
মাতিয়ে নিয়ে চলো দূর থেকে বহূ দূরে
বহূদূরে…..
Post Views:
66