Abul Abdul Muhid : আবুল মাল আবদুল মুহিতের কুলখানি

- আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি উপলক্ষে শনিবার বাদ আসর ঢাকার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মরহুম মুহিতের আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। এসময় মরহুম মুহিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইদুজ্জমান, সাবেক সচিব এম মোকাম্মেল হক, মরহুম মুহিতের ছোট ভাই বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী,
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আইন মন্ত্রী আনিসুল হক এবং কৃষি ও সংবাদমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।