Sanitary Napkin’ in trains : ট্রেনে ‘স্যানিটারি ন্যাপকিন’ এক ব্যতিক্রমী উদ্যোগ তরুণের
- আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ২৮৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঢাকা থেকে ট্রেনে উত্তরবঙ্গে যাচ্ছিলেন এক তরুণী। ট্রেনটি জয়দেবপুর স্টেশন অতিক্রম করার পরই তরুণীর ঋতুস্রাব শুরু হয়। পূর্বপ্রস্তুতি না থাকার কারণে খুব বিপদে পড় তরুণি। ভয় ও লজ্জায় কাতর। হাতের নাগালে সমাধান না পেয়ে ক্রমেই মানসিকভাবে অসস্তিতে পড়েনে। পাশের সিটে ছিলেন মোরশেদুল নামের একজন উন্নয়নকর্মী। তিনি বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি কথা বললেন। তরুণী মোরশেদুলকে বিষয়টি জানান।
ট্রেনে স্যানিটারি ন্যাপকিন খোঁজ করেরও পেলেন না। ট্রেন পরিচালকের কাছে ছুটে গিয়ে বিষয়টি খুলে বলেন। তিনি বলেন, পরের স্টেশনে ট্রেন থামলে সেখানে নেমে স্যানিটারি প্যাড কিনুন। তাতে যতটুকু সময় লাগে ততক্ষণ ট্রেন থামিয়ে রাখা হবে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ট্রেন থামল। মোরশেদুল ফার্মেসি খুঁজে স্যানিটারি ন্যাপকিন নিয়ে এলেন। পরিচালক কথা রেখেছিলেন। শুক্রবার সংবাদমাধ্যমকে এভাবেই অভিজ্ঞতার কথা জানান রংপুরের বদরগঞ্জের উন্নয়নকর্মী মোরশেদুল হক।
মোরশেদুল বলেন, এ ঘটনা আমাকে বিব্রত করেছে। আমি রেলের উচ্চ পর্যায়ে যোগাযোগের চেষ্টা করেছি। সেভাবে সাড়া পাইনি। যার ফলে মনে হলো, প্রথমে আমি নিজেই শুরু করি। অবশেষে তাই করলেন।
নিজ উদ্যোগে শুক্রবার সকাল থেকে পার্বতীপুর রেলজংশন থেকে ছেড়ে যাওয়া তিনটি আন্তঃনগর ট্রেনে ৪০টি করে বেল্টযুক্ত স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেছেন। এই কাজে মোরশেদুলকে সহযোগিতা করেছেন আব্দুল আউয়াল রানা নামের একজন লোকো মাস্টার (ট্রেনচালক)। প্রথম দিনে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করেন মোরশেদুল।
মোরশেদুল বলেন, দেশের সকল ট্রেনের ফাস্ট এইড বাক্সে স্যানিটারি ন্যাপকিন থাকা দরকার। আজ তিনটি ট্রেনে এই কার্যক্রম সম্পন্ন করেন। পর্যায়ক্রমে সকল ট্রেনে এই কার্যক্রম অব্যাহত রাখব। প্রথমে উত্তরাঞ্চল থেকে ছেড়ে যাওয়া সব ট্রেনে সরবরাহ করার পর পূর্বাঞ্চলে যোগাযোগ করবেন।























