Mikhail Gorbachev : মারা গেছেন মিখাইল গর্বাচেভ
- আপডেট সময় : ০৮:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ২৫৬ বার পড়া হয়েছে
মিখাইল গর্বাচেভ : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
মারা গেছেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে।
গর্বাচেভের মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, গর্ভাচেভের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে পুতিন আনুষ্ঠানিকভাবে গর্বাচেভের পরিবারের সদস্যদের কাছে শোকবার্তা পাঠাবেন।
মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন। তিনি পূর্ববর্তী কনস্তান্তিন চেরনেনকোর মৃত্যুর পর ১৯৮৫ সালে ৫৪ বছর বয়সে ক্ষমতায় আসেন। এ সময় তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রধান নেতা নিযুক্ত হন।

























