সংবাদ শিরোনাম ::
২৮ আরোহীসহ রাশিয়ার বিমান নিখোঁজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০১:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২১০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপত্যকায় একটি বিমান ২৮ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ মডেলের বিমানটি উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের বর্তমান অবস্থান জানতে চেষ্টা করে যাচ্ছে রাশিয়ান কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এ জানিয়েছে, ২৮ আরোহী নিয়ে এএন-২৬ মডেলের একটি বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটিতে ২২ জন আরোহী সহ ৬ জন ক্রু অবস্থান করছিলেন।
বিমানটি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছে ওই এলাকা প্রচুর মেঘে আচ্ছন্ন রয়েছে।