১৯টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ৪৪৩ পরিবার

- আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০ ৫২১ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক : প্রতিবছর বর্ষকালে একই চিত্র। ভারীবর্ষণে পাহাড়ের কোলে আশ্রয় হারায় হাজারো মানুষ। পাহাড় ধ্বসে মৃত্যুর মিছিল দীর্ঘ হয়। হাজারো চেষ্টা করে এটা প্রতিরোধের সুরাহা হচ্ছে। আশ্রয়ের খোঁজে পাড়ারের কোলে কিভাবে ঝুঁকিপূর্ণ জীবন করে আসছেন বাসিন্দারা, তা চোখে না দেখলে বিশ^াস করা যায় না। বর্তমানে বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ভারী বর্ষ অব্যাহত রয়েছে। এই বষণের কারণে পাহাড় ধ্বসের আশঙ্কা তাড়া করে ফিরছে এখানের বাসিন্দাদের। অবশেষে প্রশসানের তরফে ১৯টি আশ্রয় কেন্দ খুলে ১৭টি পাহাড় থেকে ৪৪৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার রাতে নগরের ১৭টি পাহাড় থেকে ৪৪৩ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রাবণের অবিরাম বর্ষণে ভূমিধসের আশঙ্কায় নগরির ১৭টি পাহাড় এবং বায়েজিদ-ফৌজদার হাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড় থেকে ৪৪৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড় থেকে সরে যেতে কয়েক দিন ধরে মাইকিংসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আশ্রয়ের জন্য জেলা প্রশাসনের তরফে ১৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।