ডলফিনটি ডাঙায় তুলে আনা তরুণ মুহাম্মদ শওকত হোসেন সাংবাদিকদের জানান, সকালে তিনি খালে ডলফিনটি ভাসতে দেখেন।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। এটি প্রায় ১০ ফুট লম্বা আর ওজন ১২০ কেজি হতে পারে। এর আগে গত বছরের ১৪ আগস্ট হালদা নদীর ও কর্ণফুলীর মোহনা নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়াসা এলাকায় একটি মরা ডলফিন পাওয়া গিয়েছিল।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত সাড়ে তিন বছরে এটিসহ মোট ২৯টি ডলফিন মরে ভেসে ওঠে হালদা ও এর শাখাখালে। আগের প্রায় সব মরা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করেছিল উদ্ধারকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একাধিক ডলফিনকে কেটে হত্যাও করা হয়েছিল।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বয়সের কারণে ডলফিনটির স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে তাঁর ধারণা।