ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সায়ন্তিকার কবিতা :হাওয়া মহল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • হাওয়া মহল

নিজের ভেতরে তৈরী হচ্ছে ঘর ,
দেয়াল বেয়ে নেমে আসে সন্ধ্যেরা !

এক কোণে পড়ে থাকে নদী ,
আরেক কোণে একটা রান্নাঘর !

ভাতের হাঁড়ি , দু মুঠো আগুন ,
এবং দ্রোহকাল …..

ছাইচাপা শরীরে জেগে ওঠে অন্তর্যামী ,
আরও বেশি তীব্র তুমি ۔۔۔

তোমার দেশ কি ?
কী তোমার ধর্ম ?

ছায়ারা গিলে খায় দুপুরগুলোকেও ,
পাখিদের ঠোঁটে বিদ্ধ হয় মোলায়েম সকাল ۔۔

ঘুম ছিঁড়ে বেরিয়ে আসে মৃত্যু ,
আমি কেবল উড়ে যাই হাওয়া মহলের ওপর দিয়ে ۔۔۔۔

ছাদের সিঁড়ি বেয়ে নেমে আসে একটা বিড়াল ,
অথচ বহুযুগ আগেই আমি অশুচি !

আমাকে পাপী বলে ঘেন্না করা ঈশ্বর কেবল তুমি !

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সায়ন্তিকার কবিতা :হাওয়া মহল

আপডেট সময় : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • হাওয়া মহল

নিজের ভেতরে তৈরী হচ্ছে ঘর ,
দেয়াল বেয়ে নেমে আসে সন্ধ্যেরা !

এক কোণে পড়ে থাকে নদী ,
আরেক কোণে একটা রান্নাঘর !

ভাতের হাঁড়ি , দু মুঠো আগুন ,
এবং দ্রোহকাল …..

ছাইচাপা শরীরে জেগে ওঠে অন্তর্যামী ,
আরও বেশি তীব্র তুমি ۔۔۔

তোমার দেশ কি ?
কী তোমার ধর্ম ?

ছায়ারা গিলে খায় দুপুরগুলোকেও ,
পাখিদের ঠোঁটে বিদ্ধ হয় মোলায়েম সকাল ۔۔

ঘুম ছিঁড়ে বেরিয়ে আসে মৃত্যু ,
আমি কেবল উড়ে যাই হাওয়া মহলের ওপর দিয়ে ۔۔۔۔

ছাদের সিঁড়ি বেয়ে নেমে আসে একটা বিড়াল ,
অথচ বহুযুগ আগেই আমি অশুচি !

আমাকে পাপী বলে ঘেন্না করা ঈশ্বর কেবল তুমি !