ছবি সংগ্রহ
দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হল দুই তীরের বাসিন্দাদের। সেই সঙ্গে কমবে বঙ্গবন্ধু সেতু ব্যবহারকারি যানবাহনের চাপ। সাশ্রয়ী পথে জামাপুরের মাদারগঞ্জ দিয়ে অপর তীর বগুড়া জেলার যমুনা তীববর্তী সারিয়াকান্দিতে সহজেই চলাচল করা সম্ভব হবে। বৃহস্পতিবার
মাদারগঞ্জের জামথল ফেরিঘাটে ফেরী নৌরুটের সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এই নৌরুটটি পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ফেরিতে একশ যাত্রীর বসার আসন রয়েছে রয়েছে। সি-ট্রাক টাইপের ফেরিতে কার, মাইক্রোবাস, মিনি ট্রাক পারাপার করা সম্ভব
হবে। বৃহত্তর ময়মনসিংহ জেলার সঙ্গে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নতুন এই নৌরুটটি চালু হওয়ায় উভয় তীরের বাসিন্দাদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ছে।
পরে বিনিময় সভায় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বিআইডব্লিউটিসি’র
চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।