ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপের প্রভাবে ভারী ও বজ্র বৃষ্টির শঙ্কা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ঈদের দিনেও বৃষ্টি জরেছে দফায় দফায়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার সঙ্গে যুক্ত হয়েছে সাগরে লঘুচাপ। এর প্রভাবে কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আবার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। নদী বন্দরগুলোতে ১ নম্বর এবং সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহায়া অফিস।

শুক্রবার থেকে আকাশের মুখ ভার। কখনো হাল্কা বৃষ্টি। রাত থেকেই মাঝারি বৃষ্টির শব্দ। শনিবার ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে ভাসছে ঢাকার রাজপথ। মেঘলা আকাশ। সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরার আভাস।

আগারগাঁও আবহাওয়া অফিস বলছে, সাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বহু এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, পূর্ব মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে

উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্য এলাকার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের বহু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী

বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে

ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাগরে লঘুচাপের প্রভাবে ভারী ও বজ্র বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

ছবি সংগ্রহ

ঈদের দিনেও বৃষ্টি জরেছে দফায় দফায়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার সঙ্গে যুক্ত হয়েছে সাগরে লঘুচাপ। এর প্রভাবে কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আবার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। নদী বন্দরগুলোতে ১ নম্বর এবং সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহায়া অফিস।

শুক্রবার থেকে আকাশের মুখ ভার। কখনো হাল্কা বৃষ্টি। রাত থেকেই মাঝারি বৃষ্টির শব্দ। শনিবার ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে ভাসছে ঢাকার রাজপথ। মেঘলা আকাশ। সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরার আভাস।

আগারগাঁও আবহাওয়া অফিস বলছে, সাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বহু এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, পূর্ব মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে

উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্য এলাকার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের বহু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী

বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে

ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।