সন্তানকে হত্যা করে পালালো বাবা-মা!

- আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
সৎ মায়ের মারধোরে মৃত পাঁচ বছরের শিশুকে হাসপাতালের সামনে ফেলে পালিয়ে বাবা-মা! শিশুটির মা সুবর্ণার বেগমের অভিযোগ, গত দেড় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সাড়ে তিন বছর বয়সী শিশু হানযালাকে সাবেক জুয়েল মুন্সি জোর পূর্বক নিয়ে যান। পরবর্তীতে স্বামী বিয়ে করেন।
কিন্তুসৎ মা শাহানা শিশুটির ওপর অমানুবিক নির্যাতন চালাতো বলে অভিযোগ করেন। তার অভিযোগ হানযালা সৎ মায়ের মারধরেই মারা গিয়েছে। ঘটনাটি বাংলাদেশের পিরোজপুরের মঠবাড়িয়ায়।
মৃত শিশুটির মরদেহ বাবা ওয়ার্কশপ শ্রমিক জুয়েল মুন্সি ও সৎ মা শাহানা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অ্যাম্বুলেন্সে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনা। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তে পাঠিয়েছে।
সৎ মায়ের মারধোরে শিশুটি জ্ঞান হারালে শহরের বেসরকারি মা ও জেনারেল শিশু হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির কপালে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, শিশুটির বাবা ও সৎ মাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।