সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাস-এর কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
নকল সোনার মোড়ক
বন্ধুত্বের রূপান্তর ঘটে ভালবাসায় ,
এমন যদি হয় তো মন্দ নয়।
হেসে হেসে যদি মরণ হয় ;
সে ও হয় বেশ ভাল ।
কিন্তু বিশ্বাসী বন্ধু আবার স্বার্থ সিদ্ধি করে;
পৃষ্ঠপোষকতা করে,পরে শত্রু হয়ে যায়।
তবুও হাসতে হাসতে যদি মৃত্যুর দ্বারে ;
পৌছে যাওয়া যায় ,
তো বেশ হয়।
ভগ্ন হৃদয়গ্রস্ত ;জীবনের—
সবচেয়ে ভাল গল্প বলতে জানে ।
নীরবতা তবু ভাল ;
অর্থহীন কথা বলার চেয়ে।
মুখরতাও ভাল
যখন কথা বলা যায় অর্থপূর্ণ।
কথা বলতে পারা চাই যুক্তিপূর্ণ।
মিথ্যে দিয়ে নকল সোনার মোড়কে ,
ঢাকা ছিল শুরুটা,

যেন শূন্য ওয়ালেট নিয়ে;
বেশাতী করতে যাওয়া।
কোথায় ভালবাসার শেষ!
ঘেন্না করি মিথ্যে, প্রথম শুরুটাকে।
একজন ক্ষুধার্ত ব্যক্তি ;
ভাল শিক্ষক হতে পারে ।
তার জানা থাকে ক্ষিদের যন্ত্রনা;
ভালোবাসা!
হয়তো বা—
তার কাছে এক অন্য প্রণোদনা!