ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাবে বিএজেপি: রফিকুল আমীন নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি যোগব্যায়াম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আত্মীয়তার স্থায়ী বন্ধন ইরানের সমর্থনে তেহরান-বাগদাদ-বৈরুতের রাজপথে মানবঢল ইরানে হামলা: ইসরায়েলকে দিয়ে নোংরা কাজ করাচ্ছেন ট্রাম্প ইরান ইস্যুতে হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার মব ভায়োলেন্স বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর  শর্মিষ্ঠা বিশ্বাস কবিতা: বর্ষা ঢুকেছে দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চলানো নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক ইউনূস-তারেক লন্ডন বৈঠক, রাজনীতে সুবাতাস

শিবানী বিশ্বাস-এর কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নকল সোনার মোড়ক

বন্ধুত্বের রূপান্তর ঘটে ভালবাসায় ,
এমন যদি হয় তো মন্দ নয়।
হেসে হেসে যদি মরণ হয় ;
সে ও হয় বেশ ভাল ।
কিন্তু বিশ্বাসী বন্ধু আবার স্বার্থ সিদ্ধি করে;
পৃষ্ঠপোষকতা করে,পরে শত্রু হয়ে যায়।
তবুও হাসতে হাসতে যদি মৃত্যুর দ্বারে ;
পৌছে যাওয়া যায় ,
তো বেশ হয়।
ভগ্ন হৃদয়গ্রস্ত ;জীবনের—
সবচেয়ে ভাল গল্প বলতে জানে ।
নীরবতা তবু ভাল ;
অর্থহীন কথা বলার চেয়ে।
মুখরতাও ভাল
যখন কথা বলা যায় অর্থপূর্ণ।
কথা বলতে পারা চাই যুক্তিপূর্ণ।

মিথ্যে দিয়ে নকল সোনার মোড়কে ,
ঢাকা ছিল শুরুটা,


যেন শূন্য ওয়ালেট নিয়ে;
বেশাতী করতে যাওয়া।
কোথায় ভালবাসার শেষ!

ঘেন্না করি মিথ্যে, প্রথম শুরুটাকে।
একজন ক্ষুধার্ত ব্যক্তি ;
ভাল শিক্ষক হতে পারে ।
তার জানা থাকে ক্ষিদের যন্ত্রনা;
ভালোবাসা!
হয়তো বা—
তার কাছে এক অন্য প্রণোদনা!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবানী বিশ্বাস-এর কবিতা

আপডেট সময় : ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

নকল সোনার মোড়ক

বন্ধুত্বের রূপান্তর ঘটে ভালবাসায় ,
এমন যদি হয় তো মন্দ নয়।
হেসে হেসে যদি মরণ হয় ;
সে ও হয় বেশ ভাল ।
কিন্তু বিশ্বাসী বন্ধু আবার স্বার্থ সিদ্ধি করে;
পৃষ্ঠপোষকতা করে,পরে শত্রু হয়ে যায়।
তবুও হাসতে হাসতে যদি মৃত্যুর দ্বারে ;
পৌছে যাওয়া যায় ,
তো বেশ হয়।
ভগ্ন হৃদয়গ্রস্ত ;জীবনের—
সবচেয়ে ভাল গল্প বলতে জানে ।
নীরবতা তবু ভাল ;
অর্থহীন কথা বলার চেয়ে।
মুখরতাও ভাল
যখন কথা বলা যায় অর্থপূর্ণ।
কথা বলতে পারা চাই যুক্তিপূর্ণ।

মিথ্যে দিয়ে নকল সোনার মোড়কে ,
ঢাকা ছিল শুরুটা,


যেন শূন্য ওয়ালেট নিয়ে;
বেশাতী করতে যাওয়া।
কোথায় ভালবাসার শেষ!

ঘেন্না করি মিথ্যে, প্রথম শুরুটাকে।
একজন ক্ষুধার্ত ব্যক্তি ;
ভাল শিক্ষক হতে পারে ।
তার জানা থাকে ক্ষিদের যন্ত্রনা;
ভালোবাসা!
হয়তো বা—
তার কাছে এক অন্য প্রণোদনা!