শাজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
ঢাকার শাজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দপ্তর এতথ্য জানায়।
সৌদিয়া নামের আবাসিক হোটেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর সোয়া বারোটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে ইতোমধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে এবং তারা কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে ও তারা যাচ্ছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় দুই পাশের রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ভোগান্তির কারণে অনেককে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।