সংবাদ শিরোনাম ::
রূপনগর থানা মহিলা দলের উদ্যোগে বিজয় র্যালী
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে রূপনগর থানা মহিলা দলের উদ্যোগে বিজয় র্যালী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজয় র্যালীতে নেতৃত্ব দেন রূপনগর থানা মহিলা দলের আহ্বায়ক আফরোজা বেগম ও সদস্য সচিব শিল্পী আকতার।
শিল্পী আকতার বলেন, ১৭ বছর স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা বিজয় র্যালী করতে পেরেছি। বিগত হাসিনা সরকারের আমলে আমরা বিএনপির নামটি পর্যন্ত নিতে পারতাম। আমাদের নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে।
শিল্পী আকতার বলেন, আজ আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের নেতা তারেক রহমান স্বৈরাচারমুক্ত পরিবেশে সমৃদ্ধ দেশ গড়ার ডাক দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, বিজয়ের দিনে এই আমাদেও অঙ্গিকার ।