রামপুরায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা লুট

- আপডেট সময় : ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ৫৫ বছর বয়সের আনোয়ার হোসেনকে উদ্ধার কওে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রামপুরা থানা পুলিশের ভাষ্য, বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনের স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় ডি ব্লকের সাতনম্বও রোডে তিনটি মোটর সাইকেলে এসে আনোয়ার হোসেনের পথরোধ করে। দুবৃর্ত্তরা স্বর্ণালঙ্কার লুট করে নেবার চেষ্টা চালায়। বাধা পেয়ে পর পর তিন রাউন্ড গুলি চালায়।
দুই পা ও পিঠে গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার কওে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
স্থানীয়রা বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে সোনা না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি কওে এবং সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল এলাকা ত্যাগ করে।
ঘটনা সম্পর্কে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়। ব্যবসায়ী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বলেন, তার কাছে ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিলো। গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।