রাজশাহীতে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
সীমান্তবর্তী জেলা রাজশাহীতে করোনার থাবা বসিয়েছে বেশ শক্তভাবেই। সংক্রমন বিবেচনায় রাজশাহী প্রথম। এখানে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে মৃত্যুর তালিকায় এককভাবে রাজশাহী প্রথম।
জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন মারা যান। তাদের মধ্যে সাতজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জনের মধ্যে আটজন রাজশাহীর, ছয়জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে ছয়জন এবং বাকীরা ওয়ার্ডে মারা গিয়েছেন।
তিনি আরও বলেন, ২৭১ শয্যার শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন এবং ১০ জুন ১২ জন মারা যান।