রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলো অভিযোগ যাত্রীদের
ঈদ যাত্রায় পথ দুর্ঘটনা বাড়ে। প্রতি বছরই এমন ঘটনা ঘটে। কয়েক শ’ মানুষের মৃত্যু ঘটে ঈদ যাত্রায়। রংপুরের মিঠাপুকুররে রবিবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬জনের মৃত্যু ঘটেছে।
বাসের যাত্রীদের অভিযোগ চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলেই দুর্ঘটনা। ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন । এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার শিকার পরিবহনের যাত্রী আমিনুল ও সালামের অভিযোগ ড্রাইভার ঢাকা থেকে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসছিলো। বগুড়া পার হওয়ার পর ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি
চালাচ্ছিলেন। আমরা ড্রাইভারের পেছনে ছিলাম, কয়েক দফা তাকে সাবধানও করা হয়েছে। ড্রাইভারের গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারান।
পুলিশ জানায়, রবিবার সকাল ৮ টার দিকে রংপুর থেকে অপর যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এসময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে ঘটনাস্থলেই ঢাকা থেকে আসা সেলফি পরিবহনের চালকসহ ৬ জন মারা যায়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের রংপুরের উপ পরিচালক শামসুজ্জামান বলেন, ড্রাইভারসহ ৬ জনের মৃতদেহ এবং আহত অন্তত ৪০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের আরও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৬ জনকে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক জানান জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল।
আহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগজ্ঞ এলাকার রশিদুল ইসলাম, সাদুল্লাপুর এলাকার আবু বক্কর। বাকিরা হলেন নার্গিস আখতার, সেতারা বেগম, শাহিন ও জুয়েল। মৃত যাত্রীর পরিচয় জানা যায়নি।