যৌথহানায় একদিনে করোনায় ৬৩৬৪, ডেঙ্গু ৮৫

- আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
করোনায় মারা গেলো আরও ১৬৬ জন
দেশে এবারে করোনার সঙ্গে ফণা তুলছে মশাবাহী ডেঙ্গু। দিন দিন করোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন ডেঙ্গু উর্ধমুখী গ্রাফ নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টদের।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গিয়েছেন। আর আক্রান্ত হয়েছে ৬৩৬৪জন। মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৫১। নতুন করে শনাক্ত নিয়ে এখনও পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ
ছয় জন। এনিয়ে দেশে সুস্থতার সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এতথ্য নিশ্চিত করেছে।
এসময়ে করোনা রোগী শনাক্তের হার ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ আর মৃত্যু হার ১ দশমিক ৬৪ শতাংশ।

ডেঙ্গুর হানা
গত ২৪ ঘণ্টায় কেবল ঢাকায় নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে সর্বোচ্চ ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য এতথ্য জানায়।
এ বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুধু জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদের ৯৯ শতাংশই ঢাকার।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩৯০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৩৮৭ জন, আর বাকি ৩ জন ঢাকার বাইরে
অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ১ হাজার ৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৭ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যুর
তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।