ম্যাংগো শাড়ি’তে জয়া

- আপডেট সময় : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
প্রতিটি ঈদে ব্যতিক্রম ধারায় নিজেকে উপস্থাপন করে থাকেন, দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। জয়া নামেই ভক্তদের কাছে পরিচিত। যদিও করোনায় অনেকটা ঘরবন্দী। তার পরও নিজেকে নতুনরূপে উপস্থাপন করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জয়া আহসান, এবারের ঈদ উৎসবে এসেছেন ম্যাংগো শাড়ি নিয়ে। অর্থাৎ ম্যাংগো শাডিতে দারুণ মানিয়েছে প্রিয় অভিনেত্রীকে।
করোনায় মোড়ানো ঈদে জয়া ভক্তদের সামনে নিজেকে উপস্থান করলেন ‘ম্যাংগো শাড়ি’তে। ঈদের শুভেচ্ছা এভাবেই। সবার মঙ্গল কামনা, শান্তি সম্বৃদ্ধি কামনা। ফেসবুকে জয়ার পোস্ট- ‘হোপিং দিস ঈদ ব্রিংস জয় অ্যান্ড হ্যাপিনেস ইন অল আওয়ার লাইভস।’
‘ম্যাংগো শাড়ি’ তার খুবই পছন্দ। ভক্তদের সেকথা জানিয়ে দিয়েছেন। উপভোগ করছেন ভক্তরাও। সেটা বোঝা যায় ফেসবুক দেখে। ১১ ঘণ্টায় জয়ার পোস্টে ৯০ হাজারের বেশি লাইক-লাভ, ৮ হাজার ৩শ’র বেশি মন্তব্য। সঙ্গে নানা ধরনের ছবি দিচ্ছেন ভক্তরা। প্রিয় অভিনেত্রীকে জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা।
‘এক নারী ভক্তের মন্তব্য জয়া তার শ্রম ও মেধা দিয়ে এতদূর এসেছেন। যিনি তার তারুণ্য ধরে রেখেছেন, যেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। হ্যাঁ, তিনি থেমে যেতে পারতেন। কিন্তু যাননি। আমি তার ছবিতে কমেন্ট করি, কেননা তিনি অনেক ক্ষেত্রে আমারও অনুপ্রেরণা।