মাদক মামলায় ৭ দিনের হেফাজতে নাসির-অমি

- আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২০০ বার পড়া হয়েছে
আদালতে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি : ছবি সংগ্রহ
বাকি তিননারী তিন দিনের হেফাজতে
চিত্রনায়িকা পরীমণিকে শারীরিক হেনস্থা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে সাতদিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। অপর তিন নারীকে তিন দিনের হেফাজতে দেন আদালত। মঙ্গলবার মাদক মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের হাকিম নিভানা খায়ের জেসীর আদালত তাদের তোলা হলে এই নির্দেশ দেন।
সোমবার রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
এ সময় উত্তরার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। গভীররাতে পাঁচজনের নামে মাদক মামলা দায়ের হয় বিমানবন্দর থানায়। নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি পরীমণিকে শারীরিক হেনস্থা ও হত্যাচেষ্টা মামলার আসামি।