সংবাদ শিরোনাম ::
মাকে হারিয়ে দিশেহারা সৌভিক

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
মাত্র তের বছর বয়সেই মায়ের শান্তির আঁচল সরে গেলো সৌভিকের ওপর থেকে। শিশুটির কান্নায় পরিবার, আত্মীয়-স্বজনেরা শান্তনার ভাষা হারিয়ে ফেলেছেন। শান্তনা দিতে গিয়ে
তারাও দু’চোখের জলে বুক ভাসান। ১৯ সেপ্টেম্বর দিনটা শিশু সৌভিকের মনে যে দাগ কেটে গিয়েছে, তা কোন দিনই মুছে যাবে না। এই দিনটিতেই মা তার সঙ্গে অভিমান করে স্বর্গে চলে গিয়েছেন।
সৌভিকের মা ববিতা সরকার মাত্র ৪২ বছর বয়সেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৯ সেপ্টেম্বর পরলোকে গমন করেন। তার স্বর্গীয় আত্মার শান্তি কামনায় বুধবার ঢাকার বাসাবোর মায়াকাননে
এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। দুঃখ ভারাক্রান্ত মনে বড় বোন প্রণতী সরকার জানালেন, অল্পবয়সেই আমাদের ছেড়ে চলে গেলো ছোট বোন ববিতা সরকার। তার একমাত্র সন্তান সৌভিক মাকে খুঁজে বেড়ায়। আমরা শিশুটির দিকে তাকালেই দু’চোখের জলে বুক ভেসে যায়।