মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টা সেবায়েত গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ২১১ বার পড়া হয়েছে
গোবিন্দ দাস বাবাজি
ভয়েস ডিজিটাল ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জের বাঘায় শ্রী শ্রী গিরিধারী জিও মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সেবায়েত গোবিন্দ দাস বাবাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঘা ইউপি’র কালাকোনা অধিরের দোকান এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার হয়।
সেবায়েত গোবিন্দ দাস বাবাজি’র (৪৬) বাড়ি টাংগাইল জেলার দেলদুয়ার থানার সিলিমপুর গ্রামে। তার বাবার নাম কালু চৌহান। গোবিন্দ দাস গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিও মন্দিরের সেবায়েত হিসাবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, বুধবার থানায় এসে এক তরুণী সেবায়েত ও অপর একজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মন্দিরের সেবায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, ধর্ষণচেষ্টার মামলায় সেবায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। অপর জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।