ভেলায় ভাসিয়ে সৎকারে নেওয়া হল মৃতদেহ

- আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
রাস্তা নেই। তাই ভেলা ভাসিয়ে এক বৃদ্ধার মরদেহ নেওয়া হলো সৎকারে। মৃতার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহটি কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার সড়কটির অবস্থা এতটাই বেহাল তা দিয়ে মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া দুস্কর।
তাই বাধ্য হয়েই বাঁশের ভেলায় ভাসিয়ে মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুধু মরদেহ নয়, গ্রামের লোকজনের যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। মাত্র আধা কিলোমিটারের এই সড়কটি ২০ বছরেও সংস্কার করা হয়নি।
ঘটনাটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায়। বুধবার বিকালে মরদেহ ভাসিয়ে নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এলাকার গোলাম শরীফের স্ত্রী দিলোয়ারা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। ২১ জুলাই ঈদের দিনে মরদেহ সৎকারে বাঁশের ভেলায় করে কবরস্থানে নেয়া হয়।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী জানান, সড়কটি সংস্কার করার জন্য দুই পাশের জমির মালিকরা মাটি দিতে চায় না। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহা জামাল অবশ্য বলেন, সড়কটি সংস্কার করলেও এক বছরের অধিক সময় তা টেকে না।
দুই পাশের চিংড়ি ঘেরের কারণে প্রতি বছরই বর্ষায় সড়ক ভেঙ্গে যায়। সড়কটি সংস্কারের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্পভূক্ত করা হয়েছে।