ভারত থেকে ট্রেনে লপা ৪৬৮ টন আলু আমদানি
- আপডেট সময় : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বাজারে নতুন আলু ওঠতে শুরু করেছে। কিন্তু তারপরও আলুর কেজি ৮০ টাকা। পণ্যবাজার সিন্ডিকেটের কব্জায়। ফলে শীত মৌসুমে বাজার প্রচুর আমদানি সত্ত্বেও দাম কমছে না। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার।
চাহিদার বিপরীতে যোগান ঠিক রাখতে এবারে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলো ৪৬৮ টন আলু। ভারতের পাঞ্জাব থেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করে বাংলাদেশের টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীনা খাতুন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
রপ্তানিকারক ভারতের আতিপ এক্সপোর্ট নামে প্রতিষ্ঠানের আলুর চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
বৃহস্পতিবার রাতে ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়। এ আলুর চালানটি কাস্টমস থেকে খালাস নিলে ট্রেনটি বেনাপোল থেকে যশোর নওয়াপাড়ায় যাবে।