ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঠাকুরগাঁওয়ে আটক ৫

- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
ভারতে অনুপ্রবেশের চেষ্টকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করে বিজিবি-৪২ দিনাজপুর ব্যাটালিয়নের চাঁন্দেরহাট বিওপির সদস্যরা। এসময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক কওে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির তরফে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস -এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গা এলাকায় পাঁচজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিরা হচ্ছে, জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫) তার স্ত্রী কবিতা রানী রায় (৪০) ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামে এক নারীও আটক হয়েছেন।
বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, বিজিবি আটক পাঁচজনকে থানায় হস্তান্তরের পর ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।