বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

- আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
‘ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে’
সরকার নিষিদ্ধ ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় তা বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। ঢাকার কামরাঙ্গীরচরের ঘটনা। শুক্রবার ভোর রাতের ঘটনা।
দগ্ধরা আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), তাদের সন্তান মেয়ে মাইশা (৯) ও আয়শা (৫)। তাদের উদ্ধার করতে এসে ইয়াসমিনের ভাগনে রায়হানও (২৫) দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন চিকিৎসাধীন রয়েছে। রায়হান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের অবস্থাই আশংকাজনক।

তিনি বলেন, ইয়াসমিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া আব্দুল মতিনের শরীরের ৯২ শতাংশই, মাইশার ৪৫ শতাংশ এবং আয়েশার ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। আর ছাড়া পাওয়া রায়হানের দগ্ধ হয়েছে ১০ থেকে ১২ শতাংশ।
দগ্ধ ইয়াসমিনের ভাগনি জামাই তৌহিদ জানান, দ্বিতল ভবনের নিচ তলায় আব্দুল মতিন পরিবার নিয়ে বসবাস করেন। পাশের রুমে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, হয়তো সেখান থেকেই বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।