বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ঢাকায় পিঠা উৎসব-চিত্র প্রদর্শনী

- আপডেট সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ২০৪ বার পড়া হয়েছে
ঢাকায় দু’দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী দিন রবিবার বিদেশমন্ত্রক পিঠা উৎসব ও চিত্র
প্রদর্শনীর আয়োজন করে। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব ও চিত্র
প্রদর্শনীর উদবোধন করেন সম্মেলন আয়োজন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরী। শান্তি সম্মেলন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন
শিশু এবং দেশের প্রথিতযশা শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। স্পিকার প্রদর্শনী ঘুরে
দেখেন এবং পিঠা উৎসবে যোগ দেন। বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের
সামনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই প্রদর্শনী ও পিঠা উৎসবের আয়োজন করা
হয়। প্রদর্শনী প্রাঙ্গণে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়। সম্মেলনে
অংশগ্রহণকারী বিদেশি অতিথিগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানারকম পণ্য দেখে
মুগ্ধ হন এবং বৈচিত্র্যময় স্বাদের পিঠা ও অন্যান্য খাবারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশমন্ত্রী ড.
এ. কে. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিদেশমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন,
বিদেশমন্ত্রক ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।