বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: গুতেরেস

- আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছেনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত গুতেরেস এক যৌথ সংবাদ নম্মেলনে এ কথা জানান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে
বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে এমন আশা প্রকাশ করেছেন ঢাকায় সফওে থাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুতেরেস বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। দেশটির সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ আশাবাদ বক্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

এ সময় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদের তিনি বলেন, আপনারা কতটা রিফর্ম (সংস্কার) করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চারদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌছান গুতেরেস। শুক্রবার যান কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে। এখানে একলাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন। শনিবার ঢাকায় রাজনীতিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দেন।
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছেনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত গুতেরেস এক যৌথ সংবাদ নম্মেলনে এ কথা জানান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে।
জাতিসংঘ ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীও পরিদর্শন এবং ঢাকায় রাষ্ট্রপুঞ্জ নতুন ভবন পরিদর্শন করেন। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সে জন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করেন।
ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই। বাংলাদেশ ও এদেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা। বর্তমান সংকটকালে জাতিসংঘের সংস্থাগুলোর পরিবর্তে জনগণের জন্য যথাযথভাবে অর্থ ব্যয়ের তাগিদ দেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের। এদিন আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।