বাংলাদেশিদের চিকিৎসার দুয়ার উন্মুক্ত করলো চীন

- আপডেট সময় : ০৮:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসার দুয়ার উন্মুক্ত করলো চীন। দেশটির ইউনান প্রদেশের তিনটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবার জন্য মনোনীত করা হয়েছে। সেখানেই বাংলাদেশি রোগীরা চিকিৎসা নেবেন। রোগীরা যাতে সহজে ভিসাসহ প্রয়োজনীয় সেবা পান তার উদ্যোগ নিয়েছে চীন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীন সফরকালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা জন্য চীনের নীতি নির্ধারকদের অনুরোধের প্রেক্ষিতে চীনে বাংলাদেশি রোগীরা চিকিৎসার সুযোগ উন্মুক্ত হলো। চীনে চিকিৎসাসেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুভেচ্ছা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ উপলক্ষে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের ব্রিফ করেন। এ বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র জসীম উদ্দিন বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুদেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। কুনমিংয়ে চিকিৎসাসেবা নেওয়ার মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও বাড়বে বলে আমরা আশা করেন তিনি। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাচকে চীনে পাঠাতে পেরে আমরা আনন্দিত।
আমরা জানি বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সে কারণে অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের ফলে বাংলাদেশিরা চীনে খুব সহজেই উন্নতমানের চিকিৎসা নিতে পারবেন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩১ সদস্যের বাংলাদেশি নাগরিক ঢাকা ছাড়েন।