বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
পাঁচ জেলায় বজ্রপাতে শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। বিকাল থেকে সন্ধ্যার পর্যন্ত ঘটনা। বজ্রপাতে নেত্রকোনায় আটজন, মানিকগঞ্জে দুইজন এবং ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন করে প্রাণ হারান।
নেত্রকোনার কেন্দুয়া, খালিয়াজুরী, পূর্বধলা ও মদন উপজেলায় বজ্রপাতে ৭ জন কৃষক ও একজন শিশু মারা যায়। দেহ জ্বলসে আহত নয় জন। কৃষকরা মাঠে কাজ করার সময়ে ঘটনা।
বজ্রপাতে মৃত কৃষকদের মধ্যে বায়েজিদ মিয়া (৪২), ফজলুর রহমান (৫৫) এবং খালিয়াজুরীর অছেক মিয়া (৩২), একই গ্রামের বিপুল মিয়া (২৮) ও মনির (২৮)। ঝড়ের সময়ে তারা স্থানীয় হাওরে কাজ করছিলো।
একই জেলার অপর উপজেলায় মো. শরীফ (১৮) ও আতাবুর রহমান (১৯) ও ফকির (১২) নামের এক শিশুর মৃত্যু হয়।
ফরিদপুরের মধুখালীর চাঁদপুরে কবির শেখ (৪০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফারুক আহমেদ (১৫), হবিগঞ্জের নবীগঞ্জে নাছির মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার বড় ভাই ফয়ছল আহত হন।
মানিকগঞ্জে আসিফ (১৪) ও আমোদ আলী (৫০) দু’জনের মৃত্যু হয়েছে।