জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রকের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন,
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, মন্ত্রক এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিআইডব্লিউটিসি, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়ন, বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ এবং
বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিআইডব্লিউটিএ ভবনের নবম তলায় নৌপরিবহন অধিদপ্তরে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন
করেন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়। অপর দিকে ঢাকাস্থ
সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে নৌযান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে প্রতিমন্ত্রী নৌপরিবহন সচিব এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে লঞ্চ টার্মিনাল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।