বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ কোটি মানুষের জন্য অনুপ্রেরণার
- আপডেট সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
ঢাকায় আসার আগে বার্তায় নরেন্দ্র মোদি
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ কোটি মানুষের জন্য অনুপ্রেরণার।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন গত শতাব্দীর অন্যতম শীর্ষস্থানীয় নেতা। ঢাকা সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী অফিসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার (২৬ মার্চ) ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি বলেন, করোনা ভাইরাস মহামারির আক্রমণের পর প্রথমবারের মতো বন্ধুদেশে সফর করতে পেরে আমি আনন্দিত, যে দেশটির সংস্কৃতি, ভাষা ও মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট মো. আবদুল হামিদসহ অন্য শ্রদ্ধেয় ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে বলে বার্তায় জানানো হয়েছে।