পৃথিবী মুঠো মুঠো সবুজের
আঃ চুপ করে বোসো
করো নাতো ছট্ ফট,
দেখো দেখি কাছে এসো
ছড়া লিখি চট পট,
সবুজের দেখা নেই
দুষ্টু দূষণ এলো যেই,
মোরা শিশুরা করেছি যে পণ
কালোধোঁয়া সরিয়ে বাঁচাবো যে বন
ডুব দিয়ে চানের মজা
বৃথা আজ ভাই খোঁজা,
পুকুর বুজিয়ে সব
গড়ছে যে ইমারত,
আমরা করবো কবে
এই প্রতিজ্ঞা অবুঝের,
পৃথিবী শুধু হবে
মুঠো মুঠো সবুজের ।