নাশকতা মামলায় ফের ৩ দিনের হেফাজতে মামুনুল

- আপডেট সময় : ১২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের তান্ডব ও নাশকতার মামলায় ফের তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, মামুনুল হককে। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা নাশকতার মামলায় তাকে তিনদিনের হেফাজতে দিয়েছেন আদালত। মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তরফে নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সোমবার। হেফাজতের আবেদনের প্রেক্ষিতে হেফাজত মঞ্জুর করেন আদালত। করোনার কারণে মামুনুল হককে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থাকায় হেফাজতের ডাকা হরতালের একটি নাশকতার মামলায় পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামুনুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় হওয়া মামলাটি তদন্ত করছে পিবিআই।
এর আগে মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর করা সোনারগাঁ থানায় ধর্ষণ ও সহিংসতার তিনটি মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুই মামলাসহ পাঁচ মামলায় তিন দিন করে ১৫ দিনের হিফাজতে দেন আদালত।