ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দুই চীনা নাগরিকের বচসা একজন খুন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ২০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইপাসপোর্টে থেকে সংগৃহীত ছবি

ভাড়া বাসা থেকে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই মরদেহ উদ্ধার। পুলিশ জানায়, ৪৮ বছরের চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পাসপোর্টে তাঁর নাম ওয়েন্টাও ওয়েই।

নিহত ওয়েন্টাও ওয়েই সিলেট কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। একই বাসা থেকে সানক্সি (৪৮) নামের অপর এক চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত’র মরদেহ ও আহত ব্যক্তিকে মঙ্গলবার বাংলাদেশের সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।

ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নিহত ব্যক্তির বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে বচসায় জড়িত অন্য একজন চীনা নাগরিকের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করছেন এমন ১২ জন চীনা নাগরিক বাড়িটিতে বসবাস করতেন। পুলিশ জানায়, এদিন সকালের অধিকাংশরা কাজে চলে যান। এরপর পঞ্চম তলার ৭ নম্বর ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের এলাকার বাসিন্দারা কিছু বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, চীনারা নিজ ভাষায় কথা বলেন। অপর একজন ইংরেজিতে ঘটনার কিছু বর্ণনা থেকে বোঝা গেছে, সকালে নাশতার টেবিলে হাত ধোয়াকে ঘিরে দু’জনের মধ্যে বচসার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই চীনা নাগরিকের বচসা একজন খুন

আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইপাসপোর্টে থেকে সংগৃহীত ছবি

ভাড়া বাসা থেকে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই মরদেহ উদ্ধার। পুলিশ জানায়, ৪৮ বছরের চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পাসপোর্টে তাঁর নাম ওয়েন্টাও ওয়েই।

নিহত ওয়েন্টাও ওয়েই সিলেট কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। একই বাসা থেকে সানক্সি (৪৮) নামের অপর এক চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত’র মরদেহ ও আহত ব্যক্তিকে মঙ্গলবার বাংলাদেশের সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।

ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নিহত ব্যক্তির বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে বচসায় জড়িত অন্য একজন চীনা নাগরিকের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করছেন এমন ১২ জন চীনা নাগরিক বাড়িটিতে বসবাস করতেন। পুলিশ জানায়, এদিন সকালের অধিকাংশরা কাজে চলে যান। এরপর পঞ্চম তলার ৭ নম্বর ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের এলাকার বাসিন্দারা কিছু বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, চীনারা নিজ ভাষায় কথা বলেন। অপর একজন ইংরেজিতে ঘটনার কিছু বর্ণনা থেকে বোঝা গেছে, সকালে নাশতার টেবিলে হাত ধোয়াকে ঘিরে দু’জনের মধ্যে বচসার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।