সংবাদ শিরোনাম ::
দিনের তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল রোববার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেন্টিমিটার কমতে পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা আরও কমতে পেতে পারে।