ঢাকামুখো মানুষের স্রোত, উদাও স্বাস্থ্যবিধি!
- আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্বাস্থ্যবিধি দূরে ঠেলে গাদাগাদি করেই ফিরছেন তারা। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, এই অসাবধানতার ফল খুব একটা ভালো হতে পারেনা।
মানবস্রোতের এই দৃশ্য বাংলাদেশ অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায়। প্রতিনিয়ত পদ্মা পারি দিয়ে এখানে চাপ বাড়ছে ঢাকামুখো মানুষের। বুধবারও নৌরুটটি দিয়ে কর্মস্থল ঢাকায় ছুটছেন হাজারো মানুষ।
জীবন-জীবিকার তাগিদে ঢাকায় ছুটছেন সাধারণ তারা। তবে পাটুরিয়া ঘাট দিয়ে ওপারেও (দৌলতদিয়া) যাচ্ছেন অনেকে।
আর স্বাস্থ্যবিধি না মানায় ঘাট এলাকায় আগত সাধারণ যাত্রীরা রয়েছে করোনাভাইরাস সংক্রমণের চরম ঝুঁকিতে। সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে দাঁড়িয়ে গাদাগাদি করে পার হচ্ছেন মানুষ।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের ২০টি ফেরির মধ্যে সকাল ৬টা থেকে ছোট ৩টি ফেরি চলাচল করছে।
এখানের ব্যবস্থাপক মো. সালাম হোসেন সংবাদমাধ্যমকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দিনের বেলায় ছোট ৩টি ফেরি চলাচল করছে। রাতে ছোট-বড় কয়েক হাজার যানবাহন ঘাট পার হয়েছে।