ডিসেম্বরে ভোটের লক্ষ্যে সংস্কার এগুনোর তাগিদ ড. ইউনূস’র

- আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্য।
চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন ড. ইউনূস। শনিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন। কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।
যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার সঙ্গে বৈঠকের কথা তার দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছর ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারে সরকার দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।
প্রথম ধাপের ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির গুরুত্বপূর্ণ সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে জাতীয় ঐকত্য কমিশন ২০ মার্চ থেকে সংলাপ শুরু করেছে।
সংস্কার উদ্যোগের মধ্যে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দাবিতে সরব হয়ে উঠেছে। তারা চায় প্রয়োজনীয় সংস্কার শেষ করে সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল চায় সংস্কার পুরোপুরি শেষ করে নির্বাচন করতে।
সংস্কার ও নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বির্তক তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বলেছেন, কম সংস্কার করে নির্বাচন আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সংস্কার পুরোপুরি শেষ করার পক্ষে মত দেয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।
শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের বিজপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করা হয়।
বৈঠকে ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। এদিন পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যরা জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন।