টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের অবণতি হয়নি, জানালেন বিদেশমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি
টিকা সংক্রান্ত বিষয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোন ঘাটতি হয়নি বলে জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
চীন আমাদের বলেছে তারা কোন বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে জানিয়ে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পর্কের কোনো অবণতি হয়নি।
বাংলাদেশ ও চীন সরকার এখানে শুধুই ফ্যাসিলেটেড। টিকা তো সরবরাহ করবে বেসরকারি সংস্থা। রবিবার বিদেশমন্ত্রকে সাংবাদিকদের এ তথ্য জানান ড. মোমেন।
ড. মোমেন বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনায় একমত হয়েছে, চীন আমাদের টিকা দেবে। তবে, টিকা আমদানি করবে বেসরকারি সংস্থা। বেসরকারি কোম্পানি কী করবে, সেই সিদ্ধান্ত তাদের। তবে তা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।
রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি খুব শিগগিরই তা সম্পন্ন হবে জানিয়ে বিদেশমন্ত্রী আরও বলেন, তার দিনক্ষণ স্বাস্থ্য মন্ত্রক বলতে পারবে। আমরা কা চ্যানেল তৈরি করে দেওয়া। তা আমরা করে দিয়েছি। বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় এবং যৌথ উৎপাদনের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।