সংবাদ শিরোনাম ::
ছাগলের বাচ্চার ৮ পা!

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
ছাগলের ছায়ের ৮ পা ছবি সংগ্রহ
সিদ্দিক আলীর বাড়িতে লোকজনের তেমন একটা যাতায়ত না হলেও, এখন দলে দলে উৎসুক মানুষের ভীড় লেগেই আছে। কারণ, প্রকৃতির অদ্ভূত খেয়াল। তার একটি ছাগল ৮ পায়ের এক বাচ্চার জন্ম দিয়েছে। ব্যস একথা কথা বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তাতেই মানুষের আগমন বেড়ে যায়।
ঘটনা বাংলাদেশের ঈশ্বরদীতে। মঙ্গলবার দুপুরে সিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল পরপর তিনটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার পা ৮টি!
এই খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখতে মানুষ ভিড় জমাচ্ছে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে ঐ বাড়িতে। জানা গেছে আট পা বিশিষ্ট বাচ্চাটি সুস্থ রয়েছে। তিন বাচ্চার একটি মারা গিয়েছে।