ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবিতে কর্মসূচি চলাকালীন পুলিশ লাঠিচার্জ এবং বাকি বিল্লাহ নামে এক আন্দোলনকারীকেও ধরে নিয়ে যাওয়ার অভিযোগ সহযোগীদের। পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসাবে শুক্রবার বিকাল ঢাকার জাতীয় জাদুঘরের সামনের কর্মসূচি ঘিরে ঘটনা। ঘটনার পর ৩২ আন্দোলনের নেতা সাজিদ সেতু গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।
জাদুঘরের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। পুলিশকে জানানো হয়েছিলো শাহবাগে বসবো না তারা। সেখান থেকে থানার সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে চলে যাবে। থানার সামনে তাদের ধন্যবাদ জানাতে কিছুক্ষণ অবস্থান নেন। তখন থানার ভেতর থেকে একজন কর্মকর্তা এসে বাকি বিল্লাহ নামে এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় এবং মারধর করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, গ্রেফতার বা আটক নয়, আন্দোলন থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিসের বা কেন এই আন্দোলন এটা নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।