ঘাটে আসার দু’দিনের মাথায়ও ফেরি পারের টিকিট মেলেনি

- আপডেট সময় : ১২:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
পদ্মা পারের অপেক্ষায় ঈদের দিনও পাটুরিয়ায়ঘাটে ৫শ’ পণ্যবোঝাই ট্রাক : ছবি সংগ্রহ
ফরিদপুরের উদ্দেশ্যে গাজীপুর ছেড়ে মঙ্গলবার মানিকগঞ্জের পাটুরিয়ায় পৌছে ফেরি দৈর্ঘ লাইন দিয়ে বসে আছেন ট্রাক চালক বিল্লাল হোসেন। সময় গড়িয়ে রাত নামে। রাতে কাটে। কিন্ত বুধবার
দুপুর গড়িয়ে গেলেও ফেরির টিকিট মেলেনি। সামনে যে ট্রাকের দীর্ঘ সারি। পদ্মা আর উড়ে পার হওয়া যাবে না! ঈদের দিনেও পাটুরিয়া ফেরি ঘাটে প্রায় শ’ পাঁচেক ট্রাকের লাইন।
মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে ২টি ফেরি বিকল। বাকী ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার সামাল দেওয়া যাচ্ছে না। ফেরি স্বল্পতা ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২ থেকে ৩দিন ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।
নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক বাবুল হোসেন জানান, তিনি সোমবার রাতে পটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় পাটুরিয়া ঘাটে যানজটে আটকে রয়েছেন।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঘাটে
যাত্রীবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ট্রাক কম পারাপার করে অগ্রাধিকার ভিত্তিতে বাস পারাপার করতে হয়।