নুসরাত-মিল্লাত ছবি সংগৃহীত
ঢাকার আগারগাঁয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে ঘরের দরজা ভেঙ্গে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পেয়ে শনিবার বিকেলে বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নুসরাতের স্বামী যিনি নিজেকে পুলিশ কর্তা বলে পরিচয় দিয়েছিলেন, সেই মামুন মিল্লাত পলাতক। পুলিশ কর্মকর্তা পরিচয়ে সংসদ ভবন কোয়ার্টারে সাবলেটে নুসরাতকে নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ বলছে, আদিবাসী নারী নুসরাত মামুন মিল্লাতকে বিয়ের পর ধর্মান্তরি হন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। সেখানে তিনি জেলা ছাত্রলীগের নেত্রী ছিলেন।
স্বজনরা পুলিশকে জানিয়েছেন, আদিবাসী নুসরাত ২০১৯ সালে মামুন মিল্লাত নামে যুবককে বিয়ে করেন। সে সময় নিজেকে ৩৮তম বিসিএসের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন।
নুসরাত বিয়ের পর জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই কলহ লেগে থাকত।