সংবাদ শিরোনাম ::
গার্গি এস দত্ত’র কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
বৈদিক সে কন্যা
বৈদিক সে কন্যা।
ফুলের সুগন্ধ মেখে, কাঁটা বেঁধা পায়ে পথ চলে সে অজানার পথে।
সাজিয়ে রাখা পথ জুড়ে অপমান, লাঞ্ছনা,অপবাদ,
নেকড়ে হায়নার মতো স্বার্থসন্ধানী,লোভী দৃষ্টি যত,
যত বিপত্তি ,
সকলেই শুনে রাখো
যত বার ভাঙবে তাকে, ঘোষণা করবে মৃত বলে,
আরো তেজস্বী হয়ে ফিরবে সে।
যত ক্ষত উপহার দেবে তাকে, তারও অধিক আশীর্বাদ পাথেয় তার।
প্রতিটি ঝরে পড়া রক্তবিন্দু,
জন্ম দেবে বটবৃক্ষের
যতই উঠুক ঝড়, মশাল জ্বলবেই জেনো।
সে কন্যা বৈদিক।
সে কন্যা নক্ষত্র।
সে কন্যা গান্ধর্বী।
