গাজীপুর-ঢাকা মহাসড়কে যানজট-ভোগান্তি চরমে

- আপডেট সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমন বেহাল চিত্র নিত্যদিনের ঘটনা ছবি: সংগৃহীত
উন্নয়ন কাজে ধীর গতি। যার মাশুল গুণছেন সাধারণ মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ করে ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত নির্মাণ হচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। সময় বাড়ানো কয়েক দফা। তারপরও সম্পন্ন হচ্ছে না প্রকল্প কাজ।
বিকল্প সড়কের ব্যবস্থা না করেই ব্যস্ততম মহাসড়কের উন্নয়ন প্রকল্প নেওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। উত্তরা আজমপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের উভয় পাশে সড়ক ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। তাতে করে যান চলাচলের প্রায় অনুপযোগী। একারণে ১০ থেকে ১৫ মিনিটের রাস্তায় সময় লাগছে চার থেকে পাঁচ ঘণ্টা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদমাধ্যমকে বলেন, মূলত গাজীপুর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সড়ক খানাখন্দে ভরা। এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, অন্যদিকে উন্নয়ন কাজ চলছে। অধিকাংশ স্থানে সড়ক বিভাজন নেই।
সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা। তাতে যানবাহন আটকে পড়ছে। সীমিত জনবল বেহাল সড়কে কোনোভাবেই সড়কের যানজট নিয়ন্ত্রণে আনতে পারছেন তারা।