ছবি সংগৃহিত
ব্রহ্মপুত্রে ভেসে যাচ্ছিল নারীর মরদেহ। গলায় ছিল কলসি বাঁধা। পরিচয় অজ্ঞাতই রয়ে গেলো হতভাগ্য নারীর। বাংলাদেশের উত্তরের জেলা জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়নের গারামারা এলাকা। এখানেই বহ্মপুত্র নদে ভেসে যাচ্ছি এক নারীর দেহ। গলায় ছিল তার কলসি বাঁধা।
জানতে পেরে পুলিশ পরিচয়হীন নারীর (৩৫) দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মঙ্গলবার ভেসে যাওয়া মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা নারীকে শনাক্ত করতে পারেনি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর গলায় কলসি বেঁধে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দিয়েছে, এমন দাবি স্থানীয় গ্রামবাসী ও পুলিশের।