খুলনার চার হাসপাতালে একদিনে ২৭ মৃত্যু

- আপডেট সময় : ০২:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৭ জন মারা গিয়েছে। তাদের মধ্যে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, বেসরকারি গাজী
মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃতদের ১৫ জনই খুলনার। এছাড়া যশোরের চার জন এবং বাগেরহাট ও নড়াইলের দুই জন করে রয়েছেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে করোনায় সাত জন ও । করোনায় মৃতরা হলেন—খুলনা সদরের হোসনেয়ারা (৫৫), আবুল কালাম (৪৬) ও রোকেয়া (৬০), খুলনার রূপসার বাবুল (৫০), যশোরের জুলেখা (৫৭), বাগেরহাটের কুমুদ মণ্ডল (৭৮) ও নড়াইলের পুস্পরানী (৬০)।
তিনি আরও জানান, হাসপাতালে ১৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেড জোনে ১২৬ জন, ইয়োলো জোনে ৩১ জন, আইসিইউতে ১৯ জন ও এইচডিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩৯ জন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, খুলনার ডুমুরিয়ার বিষ্ঞু মণ্ডল, ডুমুরিয়ার আবেদা
(৬৫), রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আবুল হাকিম (৪৫), খুলনা সদরের রুবিনা (৫০), যশোরের অভয়নগরের কুলসুম বেগম (৭০), ফাতেমা বেগম (৭৫), খালিশপুরের সেলিম শিকদার (৫৮), কমিশনার রোডের মোস্তফা (৪০) ও ঝিকরগাছার আনোয়ারা (৪৫)।