কুমিল্লা বর্ডার বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত সোয়া ৯ কোটি টাকার অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কুমিল্লা ব্যাটালিয়ান। চোরাইপথে আসা এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। সারাদেশে বিজিবি’র মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মুজিব বর্ষের দৃঢ় শপথ মাদক-চোরাচালান করবো রোধ, সুরক্ষিত রাখিব বর্ডার’, সবাই মিলে দেশকে ভালোবাসি, মাদককে না বলি, এই মূলমন্ত্র ধারণ করে এবং প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেষ্ট রয়েছে সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত বর্ডার গার্ড।
কুমিল্লা ব্যাটালিয়ন-১০ (বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযানে মাদক চোরাকারবারীদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করে আসছে। উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়ন ১
সেপ্টেম্বর ২০২০ থেকে ৩০ জুন পর্যন্ত সর্বমোট ২৭,৩১,৬০,৭৩৯/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং ২৪৪ জন আটক করে। বিজিবি’র সদরদপ্তর থেকে সংবাদ বার্তায় এতথ্র জানানো হয়।
যার মধ্যে ৯,৪০,৭৭,৪১৩ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক এবং দেড়হাজার মামলা হয়েছে। সোমবার মালিকবিহীন আটককৃত ৯,২৫,০১,৯০০/- টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার
মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বর্তমানে চলমান করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে ৭১,৫১৩ বোতল ফেন্সিডিল, ২,০১৮ বোতল বিভিন্ন প্রকার নেশা জাতীয় সিরাপ, ৮০,৯৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫০.৫ কেজি গাঁজা, ১৮,০৮৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ১,৬৭৫ বোতল বিয়ার এবং ৩,০২,৪০০ টি বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম পিবিজিএম, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা, জেলা প্রশাসক কুমিল্লা, পুলিশ সুপার এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর
অধিনায়ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণসহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।