ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে সেখানে ৪জনের মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
শুক্রবার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় পথদুর্ঘটনা।
নিহতদের ছয় জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হচ্ছে, গাজীপুরের কালিগঞ্জ এলাকার চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার
আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)। বাকি দুইজনের পরিচয় মেলেনি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানিয়েছেন, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে ডাবার সময় ভাটপাড়া চাকশাল এলাকায়
বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে কাভার্ডভ্যানটি জব্দ
করে। চালক পলাতক। ইনামুল হক সাগর বলেন, অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।